দুলাভাইয়ের জানাজায় যাওয়া হলো না মতিনের, সড়কে প্রাণ হারিয়ে নিজেই হলেন লাশ – News Portal 24
ঢাকাSunday , ১৮ জুলাই ২০২১

দুলাভাইয়ের জানাজায় যাওয়া হলো না মতিনের, সড়কে প্রাণ হারিয়ে নিজেই হলেন লাশ

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৮, ২০২১ ৯:২৯ পূর্বাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুই বাসের সংঘর্ষে নিহতের একজন হলেন আবদুল মতিন (৭০)।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাজুল ইসলামের জানাজায় যাচ্ছিলেন তিনি। কিন্তু সড়কে প্রাণ হারিয়ে নিজেই হলেন লাশ।

নিহত আবদুল মতিন রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। পরিবার নিয়ে রংপুর শহরে বসবাস করতেন মতিন। তাজুল ইসলাম তার দুলাভাই।

রোববার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আবদুল মতিন ছাড়াও আরও পাঁচজন মারা গেছে। তাদের একজনের পরিচয় পাওয়া যায়নি।

অন্যরা হলেন, ঢাকার সাভার ধামরাই চৌতাল এলাকার বাসিন্দা সেলফি পরিবহনের বাসচালক আব্দুল খলিল (৫০), গাইবান্ধার সুন্দরগঞ্জের জমির উদ্দিনের ছেলে কৃষক ফরিদ (৩৫), একই জেলার সাদুল্যাপুরের ইসুবপুর গ্রামের বাবু মিয়ার মেয়ে বাবলী আক্তার (৯) ও নীলফামারীর সৈয়দপুরের কাজীপাড়ার মৃত আফাজ উদ্দিনের ছেলে আহসান হাবীব (২৭)।

এদের মধ্যে দুর্ঘটনায় নিহত শিশু বাবলী আক্তারের মা সেতারা বেগম আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, ‘ঢাকা থেকে রংপুরগামী সেলফী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের দুটির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।’

বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ামিন-উদ-দৌলা জানান, ‘ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মুখোমুখি সংঘর্ষে বাস দুটি ছিটকে গিয়ে সড়কের দুপাশের খাদে পড়ে যায়। এতে দুমড়ে মুচড়ে গেছে বাসের সামনের অংশ। সকাল সাড়ে ১০টার দিকে খাদে পড়ে থাকা বাস দুটি সরিয়ে নেয়া হয়েছে।’ সূত্র: জাগো নিউজ