স্টাফ রিপোর্টার:: ঝালকাঠিতে করোনায় ভাইরাসে বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় ১জনের মৃত্যু হয়েছে। আর নতুন শনাক্ত হয়েছে ৬৪ জন।
করোনায় মৃত ব্যক্তি ঝালকাঠি শহরের টিএন্ডটি সড়কের আব্দুল লতিফ (৭৮)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে মৃত্যু বরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালী জানান, জেলায় এ পর্যন্ত ৬৮৭৬জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে এদের মধ্যে ১৭১৫ জন আক্রান্ত, নেগেটিভ ৪৬৯৪ জনের রিপোর্ট এসেছে। ১৩৬৮জন সুস্থ্য হয়েছেন।
জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৬ জনে। বর্তমানে ৩২৪ জন হোম ও ১৮ জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছেন বলেও জানান জেলা সিভিল সার্জন।