ডেস্ক রিপোর্ট:: পবিত্র জুমার নামাজরত অবস্থায় ময়মনসিংহের ফুলপুরে মিরাশ উদ্দিন (৬২) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ইমাম মিরাশ উদ্দিন উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ‘মিরাশ উদ্দিন নিজ বাড়িসংলগ্ন দরগাবাড়ি জামে মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন। জুমার নামাজের দ্বিতীয় রাকাতে সেজদারত অবস্থায় তিনি মারা যান। রাত সাড়ে ৯টায় কাইচাপুর মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।’