জনপ্রিয় অভিনেতা দিলদারের চলে যাওয়ার ১৮ বছর - News Portal 24
ঢাকাTuesday , ১৩ জুলাই ২০২১

জনপ্রিয় অভিনেতা দিলদারের চলে যাওয়ার ১৮ বছর

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৩, ২০২১ ৬:৫৭ পূর্বাহ্ন
Link Copied!

বিনোদন ডেস্ক:: ঢাকাই সিনেমা জনপ্রিয় অভিনেতা দিলদার নেই আজ ১৮ বছর। ২০০৩ সালের আজকের দিনে ৫৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তুমুল জনপ্রিয় এই মানুষটি।

দিলদারের পুরো নাম দিলদার হোসেন। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭২ সালে ‘কেন এমন হয়’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

মৃত্যুর বছরে সেরা কৌতুক অভিনেতা হিসেবে ‘তুমি শুধু আমার’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা।

নায়কসহ অভিনেতা ও খল অভিনেতার চরিত্রে অভিনয় করলেও ঢাকাই সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন দিলদার।

তিনি শুধু অভিনেতা নন, মানুষ হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তাঁর সময়ের অন্য শিল্পীদের মন্তব্য, দিলদারের নিজের মধ্যে কোনো অহংকার ছিল না। জীবন যাপনও করতেন স্বাভাবিক।

প্রয়াত এই অভিনেতার দুই মেয়ে। বড় মেয়ে মাসুমা আক্তার রুমা দন্তচিকিৎসক। পরিবার নিয়ে থাকেন নিকেতনের বাসায়। দিলদারের ছোট মেয়ে জিনিয়া আফরোজ।

দিলদারের মা-বাবার দেওয়া নাম ছিল দেলোয়ার হোসেন। এদিকে এক মামার নামও ছিল দেলোয়ার হোসেন। তাই চলচ্চিত্রে আসার আগে ভাবলেন, নামটা বদলে ফেলবেন। সবার সম্মতিতে রাখলেন দিলদার হোসেন। বদলে যাওয়া এই নামেই তিনি ঠাঁই করে নেন দর্শক হৃদয়ে।

দিলদারের নিজস্ব বাসা ডেমরার সানারপাড়ে থাকেন তাঁর স্ত্রী রোকেয়া বেগম। দিলদারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারগুলো তিনি নিজের কাছেই আগলে রেখেছেন। এই অভিনেতা ১৯৪৫ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন।