ঢাকাMonday , ১৯ জুলাই ২০২১

ফুলবাড়ীতে দুইশত ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঈদ উপহার

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৯, ২০২১ ৪:০৭ অপরাহ্ন
Link Copied!

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) বিকালে উপজেলার দাসিয়ারছড়ায় কুড়িগ্রাম জেলা প্রসাশনের ব্যবস্থাপনায় ২’শত গরীব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন কুড়িগ্রাম, ডাঃ জেএইচএম বোরহান লায়ন, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর-রশীদ হারুন প্রমুখ।

আরও পড়ুনঃ  রাস্তায় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, বাড়ি ফিরে স্বামীর আত্মহত্যা