কোম্পানীগঞ্জে লকডাউনে কর্মহীন সিএনজি চালকদের মাঝে সরকারি তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান – News Portal 24
ঢাকাTuesday , ৬ জুলাই ২০২১
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও কৃষক
  7. ক্যাম্পাস
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. চট্টগ্রাম
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জানা-অজানা
  14. ধর্ম
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে লকডাউনে কর্মহীন সিএনজি চালকদের মাঝে সরকারি তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান

নিউজ পোর্টাল ২৪
জুলাই ৬, ২০২১ ৪:৪৮ অপরাহ্ন
Link Copied!

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউনে কর্মহীন সিএনজি চালকদের মাঝে সরকারী তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

৬ জুলাই (মঙ্গলবার) কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সহায়তা প্রদান করেন, কোম্পানীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।

এ সময় ৭২ জন সিএনজি চালক এবং অসহায় ও দরিদ্র মানুষ সহ সর্বমোট ১৩৫ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

লকডাউনে সরকারের এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

তিনি বলেন, চলমান লকডাউনে যদি কেউ খাদ্য সংকটে থাকেন তাহলে ৩৩৩ নম্বরে কল দিয়ে আমাদেরকে আপনার নাম,ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবেন।

আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার খাদ্য আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়ার দিতে। তিনি আরও বলেন, সারাদেশে কোভিড ১৯ করোনা ভাইরাস ব্যাপক হারে বেড়ে যাচ্ছে তাই সংক্রমন ঠেকাতে প্রয়োজন ছাড়া বাহির না হয়ে বাড়িতেই থাকুন। নিজে নিরাপদ থাকুন পরিবারকে সুস্থ রাখুন।