কোম্পানীগঞ্জের চরএলাহীতে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮ আহত প্রায় ১৫ - News Portal 24
ঢাকাFriday , ২ জুলাই ২০২১

কোম্পানীগঞ্জের চরএলাহীতে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮ আহত প্রায় ১৫

নিউজ পোর্টাল ২৪
জুলাই ২, ২০২১ ১০:০৪ পূর্বাহ্ন
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় অতর্কিত ছোড়া গুলিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ৮ অনুসারী গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১ জুলাই (বৃহস্পতিবার) রাত পৌনে ৯ ঘটিকার সময় চরএলাহী ইউনিয়নের দূর্গম এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল গণির বাড়ীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ৮ জনের মধ্যে চর এলাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোহাম্মদ বাহার (৩০), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন (৩০), সদস্য ও যুবলীগের কর্মী মো. সবুজ (৩০ ) মোঃ রুবেল (২৮), ফিরোজ আলম (৩৫), মো. ইউচুপ (২৭), মো. ইলিয়াছ (৪০) এর অবস্থা গুরুত্বর।

হামলায় আহত হওয়া অন্যান্য ব্যক্তিরা হলেন, কামাল উদ্দীন(৩৫), আব্দুর রাজ্জাক (৪০), মো. নুরনবী (৪০), তারা সবাই কাদের মির্জার অনুসারী।

চরএলাহী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল গণি জানান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র নেতৃত্বে তার চায়না বাহীনীর প্রধান শাহীনসহ আমার বাড়ীতে এই গুলি বর্ষণ ও হামলা করে।

তিনি আরো জানান, অপর দিকে আমার বাড়ীতে এ ঘটনার পর রাত ১১ টায় চর লেংটা গ্রামে
মোহরম আলীর নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ী নুরনবীর দোকানে অগ্নিসংযোগ করে দোকানঘর পুড়িয়ে দেয়। এতে তার দোকানে ব্যাপক ক্ষতি হয়।

চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র সাথে বার বার তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

এ ঘটনায় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও মহরম আলীকে মামলায় প্রধান আসামী করে পৃথক দু’টি থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দীন আনোয়ারের সাথে আলাপ করা হলে তিনি জানান, গুলির ঘটনায় অভিযোগ পেয়েছি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। অগ্নি সংযোগের অভিযোগ পাইনি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।