ঢাকাSaturday , ১০ জুলাই ২০২১

কোপা আমেরিকার কাপ নেবে আর্জেন্টিনা : জাহিদ হাসান

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১০, ২০২১ ৩:৫৯ অপরাহ্ন
Link Copied!

বিনোদন ডেস্ক:: রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের-আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে।

চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের খেলা নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে বইছে অন্যরকম উত্তেজনা। সাধারণ দর্শকের মতো  উন্মাদনা চলছে শোবিজ তারকাদের মধ্যেও।

বাংলাদেশের অন্যতম আর্জেন্টিনা ফুটবলের সমর্থক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। কোপা আমেরেকার ফাইনালে ভবিষ্যতবানী জানালেন তিনি।

তিনি বললেন, এবারের কোপা আমেরিকার কাপ যাবে আর্জেন্টিনার ঘরে।

জাহিদ হাসান আরও বলেন, ম্যারাডোনা আজ নেই। কোপা আমেরিকার কাপ নিয়ে তারা তাদের ফুটবল ইশ্বরকে উৎসর্গ করবেন বলে আমি মনে করি।

কিসের জোরে কাপ আর্জেন্টিনা যাবে বলে মনে হচ্ছে?

প্রশ্ন রাখলে জাহিদ হাসান বলেন, ‘তাদের খেলাই সেটা বলে দিচ্ছে। এখন আর্জেন্টিনা দলটিতে বেশ কিছু নতুন মুখ এসেছে। মেসির পাশাপাশি দারুণ ফর্মে আছেন তারা। দলটির সবার পায়ের জাদু বলে দিচ্ছে তারা এবার কাপ নেবে।’