অনলাইন ডেস্ক:: কুষ্টিয়া জেলায় ট্রাফিক বিভাগে নিয়োজিত এটিএসআই লিটন সরকার দশ দিন আগে ৫০০০ টাকা মূল্যের একটি পুরাতন আলমারি ক্রয় করেন।
তিনি তার কেনা ওই আলমারির মধ্যে তালাবদ্ধ একটি ড্রয়ায়ের সন্ধান পান। ড্রয়ারের চাবি যার কাছে ছিল তিনি প্রায় দেড় বছর আগে মারা গেছেন। পরবর্তীতে এটিএসআই লিটন সরকার আলমারিটা কেনার সপ্তাহখানেক পর ড্রয়ারটি খুলে দেখেন যে একটি খাম। আর সেই ড্রয়ার এর মধ্যে থাকা ওই খামের উপর কিছু লেখাও ছিলো, যাতে লেখা ছিলো-
আমার অবর্তমানে কান্তা/কল্লোল সমান ভাবে তাদের সন্তানদের জন্য সামান্য উপহার।
তোমাদের
‘মা’
খামের মধ্যে থাকা টাকাগুলো গণনা করে দেখা যায়, তাতে ৭০ হাজার টাকা ছিল। আজ থেকে প্রায় দেড় বছর আগে মৃত মায়ের মেয়ের হাতে ওই খামসহ ৭০ হাজার টাকা ফেরত দেন এটিএসআই লিটন সরকার।