কালীগঞ্জে কোরবানি নিয়ে কটুক্তি করায় হিন্দু শিক্ষক আটক – News Portal 24
ঢাকাFriday , ২৩ জুলাই ২০২১

কালীগঞ্জে কোরবানি নিয়ে কটুক্তি করায় হিন্দু শিক্ষক আটক

নিউজ পোর্টাল ২৪
জুলাই ২৩, ২০২১ ৪:৫৪ অপরাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কোরবানি নিয়ে মন্তব্য করে ধর্ম অবমাননার অভিযোগে পবিত্র রায় নামের এক শিক্ষক-কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে আটক করে থানায় হেফাজদে রাখা হয়েছে।

এর আগে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি চাষী জহির রায়হান থানায়ওই শিক্ষককের নামে থানায় অভিযোগ দেন।

পবিত্র রায় তালুক শাখাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি তিনি।

জানা যায়, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কোরবানি নিয়ে মন্তব্য করে ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন অভিযুক্ত শিক্ষক পবিত্র রায়। এরপর মূহুর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হলে এই পোস্টের প্রতিবাদ জানায় ইসলাম ধর্মাবলম্বীরা। এরপর আজ সকালে কালীগঞ্জ থানায় ধর্ম অবমাননার একটি মামলা দায়ের হলে সেই শিক্ষক কে আটক করে পুলিশ।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, ‘অভিযুক্ত শিক্ষক পবিত্র রায় এখন আমাদের হেফাজতে আছেন। একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই বিষয়ে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’

আরও পড়ুনঃ  দক্ষিণ সুরমায় বাস কাউন্টার থেকে নারী-পুরুষ গ্রেফতার