করোনাক্রান্ত বাবা-মায়ের শারীরিক অবস্থার অবনতি, দেশে ফিরছেন মুশফিক – News Portal 24
ঢাকাWednesday , ১৪ জুলাই ২০২১
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও কৃষক
  7. ক্যাম্পাস
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. চট্টগ্রাম
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জানা-অজানা
  14. ধর্ম
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

করোনাক্রান্ত বাবা-মায়ের শারীরিক অবস্থার অবনতি, দেশে ফিরছেন মুশফিক

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৪, ২০২১ ৮:৩৫ পূর্বাহ্ন
Link Copied!

স্পোর্টস ডেস্ক:: আগামী ১৬ জুলাই থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামবে বাংলাদেশ। তবে তার আগেই দেশে ফিরতে হচ্ছে মুশফিকুর রহীমকে।

এদিকে অভিজ্ঞ টাইগার ব্যাটসম্যানের বাবা-মা দুজনই করোনায় আক্রান্ত।

তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বুধবার (১৪ই জুলাই) হারারে থেকে ঢাকার বিমান ধরবেন মুশফিক।

এ বিষয়টি নিশ্চিত করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন।

হাবিবুল বাশার বলেন, মুশফিকের বাবা-মা করোনায় আক্রান্ত হয়েছেন শুনেছি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় আনা হচ্ছে। সেজন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরছে মুশফিক।

গত ৭ই জুলাই থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেননি মুশফিক। ওয়ানডে সিরিজে খেলার কথা ছিল তার। আর দেশে থাকতেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক।

পরবর্তীতে জিম্বাবুয়েতে অবস্থানকালে সিদ্ধান্ত পাল্টান মুশফিক। আগ্রহ প্রকাশ করেন টি-টোয়েন্টি খেলার। তবে কোনো ম্যাচ খেলাই হচ্ছে না এখন।

জানা গেছে, ‘বগুড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসা হচ্ছে মুশফিকের বাবা-মাকে।’

জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৬ই জুলাই। সিরিজের পরবর্তী দুটি ম্যাচ গড়াবে ১৮ ও ২০ শে জুলাই। টি- টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ শে জুলাই থেকে। বাকি দুটি ম্যাচ হবে ২৫ ও ২৭ শে জুলাই।

আরও পড়ুনঃ  হরিরামপুর ডিএফএ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে এস এস ক্লাব সাকুচিয়া