ঢাকাFriday , ২৩ জুলাই ২০২১

কফিন বন্দী মানবতা : মায়াবী কাজল

নিউজ পোর্টাল ২৪
জুলাই ২৩, ২০২১ ১:৩২ অপরাহ্ন
Link Copied!

কফিন বন্দী মানবতা
মায়াবী কাজল


স্বাধীন দেশে জন্ম নিয়েও পাইনি খুঁজে
মুক্তির স্বাদ কাঙ্খিত স্বাধীনতা!
কারে দেখাবো মনের ব্যথিত বেদন
বলবো খুলে সব গোপন কথা?

আজও দেখতে হয় অধিকার বঞ্চিত
মানুষের হাহাকার, দুংখ কাতরতা,
শুনে না কেউ হৃদয় ভাঙ্গার আকুতি
কফিনবন্দী হয়ে আছে মানবতা।

ক্ষমতার কাছে জিম্মি সবে আবেগ অনুভূতি
ভাসছে বিষাদের অশ্রুজলে,
সততা, সহনশীলতা, সহমর্মিতা, আন্তরিকতা
যেন ঘন আধার মেঘের তলে।

সমাজের নানা অসংগতি পৈশাচিক তান্ডব
সদা আমাকে তাড়িয়ে বেড়ায়,
বুকের ভিতর পুষে রাখা আশা ভালোবাসা
হারিয়ে যায় স্রোতের ভেলায়।

সাম্য-স্বাধীনতা, সামাজিক মূল্যবোধ, ন্যায়নীতি
আইন-আদালত যেন নিরুদ্দেশ,
নিতে পারছি না দিবারাত্রি এতো মানুষিক চাপ
বিবেকের দংশনে অচিরেই হলাম শেষ।