ডেস্ক রিপোর্ট:: সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত হচ্ছে। আজ এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে।
সূত্র জানিয়েছে, আগামী ১৫ই জুলাই বৃহস্পতিবার থেকে ২৩শে জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। এই সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি চলবে। তবে বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি অফিস।
এদিকে, কোরবানির পশুর হাটের বিষয় বিবেচনা করে বিধি-নিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে।