নিজস্ব প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে ভূমিহীন গৃহহীনদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ তাহমিনা আক্তার।
সোমববার (১৯ জুলাই) তিনি বিভিন্ন এলাকা ঘুরে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
এসময় তিনি উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বেশকয়েকটি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে ইউএনও মোছাম্মৎ তাহমিনা আক্তার আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগী পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা না, এ বিষয়ে জানতে চান।
উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ তাহমিনা আক্তার কে আশ্রয়ণের ঘরে পেয়ে আশ্রয়ণের বাসিন্দারাও আনন্দ প্রকাশ করেন।
আশ্রয়ণের বাসিন্দারা জানান, ‘জীবনে অনেক কষ্ট করেছি। মাথা গোঁজার ঠাই টুকুও ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমারা পাঁকা ঘরে মাথা গোঁজার ঠাই পেয়েছি। ঘরে বসেই খাবার পাচ্ছি। যা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি।’