ঢাকাMonday , ১৯ জুলাই ২০২১

একসঙ্গে নিজেদের শততম জন্মদিন পালন করেছেন ৩ বান্ধবী

নিউজ পোর্টাল ২৪
জুলাই ১৯, ২০২১ ১১:৩২ অপরাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: একসঙ্গে নিজেদের শততম জন্মদিন পালন করেছেন তিন বান্ধবী। যুক্তরাষ্ট্রের একটি কমিউনিটি হোমের বাসিন্দা ওই তিন বান্ধবীর জন্মদিন একই মাসে হওয়ায় তারা একসঙ্গে জন্মদিন পালন করার সিদ্ধান্ত নেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের ওই কমিউনিটি হোমের শেয়ার করা ছবিতে দেখা গেছে, সুসজ্জিত একটা দেয়ালের সামনে ওই তিন বান্ধবী হাসিমুখে দাঁড়িয়ে আছেন। তাদের পাশেই আছে বিশাল একটা কেক।

ছবির ক্যাপশনে ওই তিন নারীকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, রুথ, লোরেন ও এডিথ নামে।

শত বছর পার করার অনুভূতি জানতে চাইলে ব্রুকলিনের বেড়ে ওঠা আসবাবপত্র ব্যবসায়ী এডিথ জানান, ভীষণ ভালো লাগছে।

কয়েকদিন আগেই করোনা টিকা নিয়েছিলেন তিন বান্ধবী। জন্মদিন উপলক্ষে পরিবার আর বন্ধুবান্ধবদের সাথে দেখা হওয়ায় ভীষণ খুশি তারা।

প্রায় ৪০টির মতো সংবাদমাধ্যম ওই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত জুন মাসে ওই জন্মদিনের অনুষ্ঠান পালিত হলেও সম্প্রতি তা সামনে এসেছে।

তিন বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।