ঢাকাSunday , ২৫ জুলাই ২০২১

একটি বাবার গল্প : মারিয়া জাহান নুসরাত

নিউজ পোর্টাল ২৪
জুলাই ২৫, ২০২১ ৪:৩৩ অপরাহ্ন
Link Copied!

একটি বাবার গল্প
মারিয়া জাহান নুসরাত


একটি বাবা পারেনি তার
শোধ করিতে ঋণ,
কেউ দেখেছো সেই বাবাটার
মন খারাপের দিন?

ঝরে গেলো ফোঁটার আগেই
ফুটন্ত তার কলি,
এসো না আজ সেই বাবাটার
দুঃখের কথা বলি,

চঞ্চলা এক ছোট্ট মেয়ে
ছিল যে তার ঘরে,
মা হারা এই মেয়েটি সে
রাখত মাথার পরে।

মেয়ের কথা ভেবে বাবা
আর করিনি বিয়ে,
যদি মেয়ের অযত্ন হয়
সৎ মায়েকে দিয়ে।

কষ্ট করে উপার্জনে
দিন যেত তার দুঃখে,
তবু ও তার মেয়েকে সে
রাখত পরম সুখে।

ছোট্ট মেয়ের শখ কোনদিন
দেয়নি ফেলে কভু,
কষ্ট হলেও মেয়ের চাওয়া
করছে পূরণ তবু….