টেক ডেস্ক:: সম্প্রতি Windows 11 উন্মোচন করেছে মাইক্রোসফট। উইন্ডোজের সর্বশেষ এই সংস্করণে রয়েছে ইনটিউটিভ ডিজাইন ফিচার, যা মাল্টি টাস্কিংকে করেছে আরো সহজ। সম্পূর্ণ নতুন মাইক্রোসফট স্টোরে ব্যবহারকারীরা এখন সহজেই খুঁজে পাবেন অ্যাপ, গেম ও মুভি।কাজ, শেখা , বিনোদন সকল ক্ষেত্রেই নতুন Windows 11 ব্যবহারকারীদের অনন্য অভিজ্ঞতা দেবে।
এ সম্পর্কে মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার পানোস পানায় বলেন, কম্পিউটার ব্যবহারের ধরনে আমূল পরিবর্তন লক্ষ্য করেছি আমরা। আগে কম্পিউটার কাজের প্রয়োজনে ও ব্যবহারিক কাজের অংশ হিসেবে ব্যবহার করা হতো, এখন কম্পিউটারের ব্যবহার ব্যক্তিগত জীবন ও অনুভূতির ক্ষেত্রেও সম্পৃক্ত হয়েছে।
এ বিষয়টি আমাদেরকে কোটি কোটি মানুষের আস্থার প্ল্যাটফর্ম উইন্ডোজ’র পরবর্তী প্রজন্ম তৈরিতে অনুপ্রেরণা দিয়েছে। Windows 11 এর মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি যেখানে প্রত্যেকে আরো ভালোভাবে নতুন নতুন জিনিস তৈরি করবে, শিখতে পারবে এবং নিজেদের কানেক্ট করতে পারবে,।
এ বছরের শেষের দিকে নতুন কম্পিউটারে পাওয়া যাবে Windows 11। এছাড়া Windows 10 থাকা কম্পিউটারে বিনামূল্যে Windows 11 Upgrade হবে।
Windows 10 থেকে Windows 11-এ আপডেট করার পরে আপনার কম্পিউটার কী ভাবে বদলে যাবে , জেনে নিন-
- স্ক্রিনের মাঝে Start Menu
Windows 11-এর Start Menu স্ক্রিনের মাঝে নিয়ে আসা হয়েছে। এতদিন সব Windows ভার্সনেই স্ক্রিনের বাঁ দিকে থাকত এই মেনু। এর ফলে, Windows 11 দেখতে অনেকটা macOS ও Chrome OS-এর মতোই লাগছে। তাই, Windows 11 একবার ব্যবহার করা শুরু করলে , অভ্যস্ত হতে কিছু দিন সময় লাগতে পারে।
- নতুন Start Menu
Start Menu থেকে বাদ গিয়েছে লাইভ টাইলস। নতুন Windows-এর Start Menu দেখতে অনেকটাই Chrome OS-এর মতো।আইকনের চার পাশে রাউন্ডেড কর্নার নজরে আসবে ।
- নতুন মাল্টিটাস্কিং
Snap Layout ব্যবহার করে Windows 11-এ মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা আরও ভালো হবে। এর ফলে মাউসের মাধ্যমেই সহজে স্ক্রিনে একাধিক সফ্টওয়্যার পাশাপাশি বসিয়ে নেওয়া যাবে। আগে Microsoft PowerToys ইনস্টল করে কি-বোর্ড শর্টকাটের মাধ্যমে এই ফিচার ব্যবহার করা যেত ।
- ডকুমেন্টস
Microsoft 365 গ্রাহকরা নিজেদের রিসেন্ট ফাইলস Start Menu থেকে দেখে নিতে পারবেন। এইভাবে Android ও iOS গ্রাহকরা সহজেই একই ফাইল Windows 11-এ ব্যবহার শুরু করতে পারবেন।
- একাধিক ডিসপ্লে
একাধিক ডিসপ্লে ব্যবহার করলে Windows 11-এ নতুন ফিচার পেয়ে যাবেন। কোনও একটি ডিসপ্লে ডিসকানেক্ট করলে, সেই ডিসপ্লেতে যে যে সফ্টওয়্যার ওপেন ছিল, তা নিজে থেকেই মিনিমাইজ় হয়ে যাবে। পরে আবার সেই ডিসপ্লে কানেক্ট করলে, যেখানে অ্যাপগুলি মিনিমাইজ় করা হয়েছিল ,একই লেআউটে সেই সফ্টওয়্যারগুলিও ওপেন হবে।
- আপডেটের ঝঞ্ঝাট থেকে মুক্তি
কোম্পানির তরফে দাবি করা হয়েছে, Windows 11 আপডেটের পরে 40 শতাংশ পারফরম্যান্স বুস্ট পাওয়া যাবে।এছাড়াও , আপডেটের সাইজ আগের থেকে অনেকটাই ছোট হবে। পাশাপাশিই আবার কাজের সময় আপডেটের জন্য আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে না।
- টাস্কবারে Microsoft Teams
অনেক অফিসেই এখন Microsoft Teams ব্যবহৃত হচ্ছে। Windows 11-এর টাস্কবার থেকেই এই অ্যাপ ব্যবহার করা যাবে ।
- উইজেট
Windows 11-এ ফিরে এসেছে উইজেট। নতুন উইজেট প্যানেলে বিভিন্ন উইজেট থেকে এক ঝলকে আবহাওয়া, ক্রিকেট স্কোর-সহ বিভিন্ন তথ্য কোনও অ্যাপ ওপেন না করেই দেখে নেওয়া যাবে, ।
- আরও ভালো টাচ সাপোর্ট
টাচ বেসড ডিভাইসের জন্য Windows 11-এ যুক্ত হয়েছে একাধিক অপ্টিমাইজেশন। ভয়েস টাইপিং ও টাচ পেনের জন্য যুক্ত হয়েছে হেপটিক ফিডব্যাক।
- গেমিং পিসি
গেম প্রেমীদের জন্য Windows 11-এ একগুচ্ছ নতুন ফিচার যোগ হয়েছে। গেমের মধ্যে অটো HDR আরও ভালো হয়েছে। এছাড়াও Xbox Game Pass”-এর মাধ্যমে Windows 11 গ্রাহকরা দুর্দান্ত গেমিংয়ের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।
- Android অ্যাপ সাপোর্ট
Windows 11-এ যুক্ত হয়েছে একটি সম্পূর্ণ নতুন Microsoft Store। এখানেই পাওয়া যাবে Android অ্যাপ। স্টোর থেকে ডাউনলোড করে Windows 11 কম্পিউটারেই Android অ্যাপ চালানো যাবে। তার জন্য “Amazon App Store”-এর সঙ্গে হাত মিলিয়েছে Microsoft।
Windows 11 Vs Windows 10 আসলে কতটা ভালো, ?
2015 সালে Windows 10 লঞ্চ করছিল Microsoft। তার পরে আর কোনও বড় আপডেট আসেনি। প্রায় ছয় বছর পরে সামনে এল নতুন Windows। এই ছর বছরে টেক দুনিয়ায় অনেক কিছুই বদলে গিয়েছে।মানুষ অনেক বেশি ক্লাউড সার্ভিসের উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন। তাই, নতুন ডিজাইন থেকে ফিচার্স , সব দিকেই Windows 11 নিঃসন্দেহে Windows 10-এর থেকে অনেকটাই এগিয়ে, ।
উইন্ডোজ ১১-এর আরো বিস্তারিত ফিচার জানতে এখানে ভিজিট করুন।
How to windows 11 setup bangla 2021
জানুন কিভাবে ল্যাপটপে উইন্ডোজ ১১ সেটআপ দেয়ার নিয়ম ও কিভাবে উইন্ডোজ ১১ একটিভ করতে হয় এবং উইন্ডোজ সেটআপ সমস্যা সমাধান জানুন-
Windows 11 যেকোন স্পেকের যেকোন কম্পিউটারে (TPM 2.0, Secured Boot ছাড়া) Install করার নিয়ম-
- প্রথমে Window 11 যেকোন Torrent Site থেকে Download করুন। 1337x-এই পাবেন। 21996.1 x64 Version টি Activator সহ ডাউনলোড করুন।,
- Windows 11-এর যে Iso File টা, ওটা Double click করে Open করবেন। এরপর Source নামের Folder-এর ভিতর থেকে Install.wim নামের একটা প্রায় 4 GB এর চাইতে বড় একটা ফাইল আছে। ফাইলটি Copy করুন।
- এখন Windows 10-এর 21H1 Version টি Download করুন। 1337x অথবা যেকোন Torrent Site-এ পাবেন,।
- Rufus Application দিয়ে Windows 10 (হ্যা 10, 11 না) এর Bootable Drive বানান একটা USB 3.0 (Speed এর জন্য, USB 2.0-ও কাজ করবে, অনেক সময় লাগবে) minimum 8 GB” এর একটি পেনড্রাইভ দিয়ে।
- বানানো শেষ হলে পেনড্রাইভের ভিতর (Windows 10 Bootable Drive) যাবেন। এরপর Source নামের Folder-এর ভিতর থেকে Install.esd নামের একটা 3 GB এর চাইতে বড় একটা ফাইল আছে। ওটা ডিলিট করে দিবেন। এরপর Windows 11 এর Iso থেকে যে Install.wim ফাইলটি, Copy করেছিলেন , ওটা Paste করে দিবেন।
উইন্ডোজ ১১ একটিভ করতে হয় তা সহ উইন্ডোজ সেটআপ সমস্যা সমাধান জানুন-
সারমর্ম:
1. From Windows 10 Boot: Sources>install.esd (DELETE)
2. From Windows 11 Boot: Sources>install.wim (COPY)
3. IN Windows 10 Boot: Sources>install.wim (PASTE)
- এরপর এই পেনড্রাইভ দিয়ে যেকোন কম্পিউটারে কোন সমস্যা ছাড়াই Windows 11 Install দিতে পারবেন। আমার পিসিতে NVME SSD তে ২-৩ মিনিটের মত লেগেছে। আমার বন্ধুর পুরানো ল্যাপটপে HDD তে ২ ঘণ্টার মত লেগেছে। তাই, স্পেক ম্যাটার করেনা।, Windows 10 এর মতই স্মুথ (আরো বেশি, আমার মনের কারণেও লাগতে পারে। ড্রাইভার নিয়ে কোন সমস্যা হবেনা, কারণ এটাকে Windows 10 ভাবে যেকোন App, Hardware, GPU ইত্যাদি। আর Windows 11 এর এটা অফিসিয়াল Version না হলেও এটা অবাক করার মত পুরাপুরি Stable,.
টিপস: টাস্কবার ছোট করার অপশন এই Dev Version-এ নেই। কিন্তু আপনি চাইলে এভাবে ছোট করে নিতে পারবেন।
১। টাস্কবারের Search থেকে Registry Editor লিখে search দিবেন।
২। এরপর,
— Go to HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionExplorerAdvanced
— Right Click>>Create DWORD 32bit value>> Name it “TaskbarSi”
— Open and set value to 0 (Small), 1 (medium) or 2 (Large). Restart.
- তথ্যসূত্র কালেক্টেড।