ঈদ মোবারক
মায়াবী কাজল
ঈদ মানে খুশির বন্যা,
ঈদ মানে আনন্দের ঝর্না।
ঈদ মানে মিলন মেলা,
ঈদ মানে শান্তির ভেলা।
ঈদ মানে সৌহার্দ বিনিময়,
ঈদ দুঃখ কষ্টকে করে জয়।
হাজার খুশির প্লাবন তুলে,
ঈদ আসে দ্বারে বছর ঘুরে;
বিশ্ব মুসলিম উম্মাহর নীড়ে
আনন্দের এক জোয়ার নিয়ে
সেই খুশিতে সবার মন যে দ্যুলে।
অন্তরে গোপন ব্যথা রেখো না পুষে,
হিংসা বিদ্বেষ মন থেকে দাও মুছে।
ধনী গরীবের বিভেদ গিয়ে ভুলে,
দাও আজ হৃদয়ের বন্ধ দুয়ার খুলে।
বুক পেতে দাও একে অপরের তরে,
নাও সবাইকে ভালবেসে আপন করে।
ভাসো অনাবিল শান্তির সুখে,
ঈদের খুশি ফুটুক সবার মুখে।
জীবন হোক অনিন্দ্য সুন্দর।
সবাইকে ঈদ মোবারক।