স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে নিত্যপণ্যের বেচাকেনা ৮ ঘণ্টা – News Portal 24
ঢাকাWednesday , ৩০ জুন ২০২১

স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে নিত্যপণ্যের বেচাকেনা ৮ ঘণ্টা

নিউজ পোর্টাল ২৪
জুন ৩০, ২০২১ ৮:১২ পূর্বাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১লা জুলাই) সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার।

এই ৭দিন শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে।

তবে কাঁচাবাজার ও নিত্যপণ্যের দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আট ঘণ্টা খোলা স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা বিধিনিষেধ সম্পর্কিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘শপিংমল/মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে।’

সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন/বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ সহ গ্রেফতার ১