ক‌রোনা মুক্ত সাপাহার নির্বাহী অ‌ফিসার আব্দুল্ল্যাহ আল-মামুন – News Portal 24
ঢাকাThursday , ১৭ জুন ২০২১

ক‌রোনা মুক্ত সাপাহার নির্বাহী অ‌ফিসার আব্দুল্ল্যাহ আল-মামুন

নিউজ পোর্টাল ২৪
জুন ১৭, ২০২১ ৫:৩২ অপরাহ্ন
Link Copied!

জুল‌ফিকার আলী সম্রাট, স্টাফ রি‌পোর্টার:: ক‌রোনা আক্রান্ত হ‌য়ে ১৪‌ দিন হোম কোয়ারান্টাইন থাকার পর ক‌রোনা মুক্ত হ‌লেন নওগাঁর সাপাহার উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল্ল‌্যাহ আল-মামুন।

বুধবার (১৬ জুন) এন্টিজেন টেস্ট রিপোর্ট নেগেটিভ আসলে তাকে সুস্থ ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, সাপাহারের ইউএনও করোনা আক্রান্ত হয়ে সরকারি বাস ভবনে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে ছিলেন। বুধবার এন্টিজেন টেস্ট করা হলে তার করোনা পরিক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। এজন্য তাঁকে করোনা মুক্ত ঘোষনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন বলেন, গত ২৯ মে হালকা জ্বর ও সর্দি দেখা দিলে ২ জুন নমুনা পরিক্ষায় করোনা রেজাল্ট পজেটিভ আসে। এরপর থেকে সরকারি স্বাস্থবিধি মেনে হোম কোয়ারান্টাইন পালন শেষে দ্বিতীয় দফায় করোনা রেজাল্ট নেগেটিভ আসে। করোনা মুক্ত হওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায়ের পাশাপাশি সাপাহার উপ‌জেলা সহ দেশবাসীর রোগমুক্তি কামনা করেন ইউএনও আব্দুল্লাহ আল-মামুন।

আরও পড়ুনঃ  সিলেটের নতুন এসপি আব্দুল্লাহ আল মামুন