যেভাবে জানবেন আপনার এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত – News Portal 24
ঢাকাWednesday , ৩০ জুন ২০২১

যেভাবে জানবেন আপনার এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত

নিউজ পোর্টাল ২৪
জুন ৩০, ২০২১ ৮:৫৯ পূর্বাহ্ন
Link Copied!

আইটি ডেস্ক:: একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে কয়টি সিমকার্ড নিবন্ধিত হয়েছে কোনো চার্জ ছাড়াই তা ঘরে বসে জানা যাবে।

সাম্প্রতিককালে দুর্বৃত্তরা অপরাধ সংঘটনের জন্য আপনার অজান্তেই অপরিচিত সংযোগের নিবন্ধন করে নিয়েছে এনআইডিতে। নিরাপত্তার জন্য ঝামেলা এড়াতে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে তা সহজেই জেনে নিতে পারেন।

আসুন, জেনে নেওয়া যাক কিভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-

যে কোনো মোবাইল থেকে কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লেখার জন্য অপশন আসবে। তখন এনআইডির শেষ চারটি সংখ্যা চাপুন।

কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি মেসেজ আসবে। সেখানে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে সব চলে আসবে।

এনআইডিতে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে যোগাযোগ করে তা বন্ধ করে দিন।

এছাড়াও আলাদা করে অপারেটরভেদে আপনার তথ্য জেনে নিতে পারেন নিচের নিয়মানুসারে-

মোবাইলফোন ব্যবহারকারীর একটি এনআইডির বিপরীতে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে। জানতে হলে সংশ্লিষ্ট মোবাইলফোন থেকে এসএমএস বা ডায়াল করতে হবে।

কিভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-

গ্রামীণফোন: মেসেজ অপসনে গিয়ে info লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে

বাংলালিংক: ডায়াল করুন *1600*2# নম্বরে

রবি: *1600*3# ডায়াল করুন ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টা সিম নিবন্ধিত হয়েছে।

এয়ারটেল: *121*4444# ডায়াল করুন

টেলিটক: info লিখে এমএমএস করুন 1600 নম্বরে।