মানিকগঞ্জের দৌলতপুরে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার – News Portal 24
ঢাকাSaturday , ১৯ জুন ২০২১

মানিকগঞ্জের দৌলতপুরে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

নিউজ পোর্টাল ২৪
জুন ১৯, ২০২১ ৩:৩৭ অপরাহ্ন
Link Copied!

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ থেকে:: মানিকগঞ্জের দৌলতপুরে ভারতীয় ৬ কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

ভারতীয় ৬ কেজি গাঁজা নিয়ে মানিকগঞ্জের দৌলতপুরের চরাঞ্চলে আসার পর জনপ্রতিনিধির হাতে ধরা পড়েছে দুই মাদক ব্যবসায়ী। গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশের হাতে সোর্পদ করেছে বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

এরা হচ্ছেন বাগেরহাট জেলার মরলগঞ্জের মহিউদ্দিনের ছেলে বদিউজ্জামান শাওন (২৫) ও দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের আয়নাল হকের ছেলে মনির হোসেন।

বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, গ্রাম পুলিশ সদস্যদের খবরের ভিত্তিত্বে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে চরাঞ্চলের পারুরিয়া খেয়া ঘাট থেকে দুইজনকে আটক করা হয়। পরে এদের কাছ থেকে পাওয়া যায় তিনটি প্যাকেটে ৬ কেজি ভারতীয় গাঁজা।

শুক্রবার দুপুরে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিমের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে আসার পর মাদক ব্যবসায়ী দুইজনকে গাঁজাসহ পুলিশের কাছে সোর্পদ করেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্থানীয় মনির হোসেন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসায় সাথে জড়িত রয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, রাতেই গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পারেন দুই মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে চরাঞ্চলে ঢুকছেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে রাখা হয়। শুক্রবার দুপুরে এদের থানায় নিয়ে আসা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।