মানিকগঞ্জের দৌলতপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত - News Portal 24
ঢাকাSaturday , ৫ জুন ২০২১

মানিকগঞ্জের দৌলতপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নিউজ পোর্টাল ২৪
জুন ৫, ২০২১ ২:৫৯ অপরাহ্ন
Link Copied!

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ থেকে:: মানিকগঞ্জে দৌলতপুরে (০৫ জুন) শনিবার সকাল থেকে দিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্প, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে দৌলতপুর উপজেলা সমাজসবা চত্বর মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসানের সভাপতিত্বে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জুয়েল আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রেজ্জাক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, ইউ আরসি অফিসার মো. সাইফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফর হোসেন, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা রনি সাহা, দৌলতপুর মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ও সাংবাদিক আব্দুল আল মামুন প্রমূখ।