মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক – News Portal 24
ঢাকাSunday , ২৭ জুন ২০২১

মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক

নিউজ পোর্টাল ২৪
জুন ২৭, ২০২১ ৩:১০ অপরাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মগবাজারে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি কিসে হয়েছে তা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

তবে ঘটনাস্থলে বিস্ফোরণের সময় আগুনের ঝলকানি দেখা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোনো খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ নয়টি ইউনিট কাজ করছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুমের ভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছে, বিস্ফোরণের পর সেখানে আগুনের ঝলকানি দেখা গেছে। বিস্ফোরণটি একটি ভবনে বা ভবনের সামনে হয়েছে। কেউ বলছেন এটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ আবার কেউ বলছেন ভবনের এসির বিস্ফোরণ। দু-একজন বলেছেন, এটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ। তবে প্রকৃত ঘটনা কী- তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। যে ভবন থেকে শব্দ শোনা গেছে ওই ভবনে আড়ংয়ের শোরুম রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমে বলেন, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার ফোন করে বলেছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট পাঠানো হয়েছে।

এরশাদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

রমনা থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বলেন, সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এখনো নিশ্চিত হতে পারছি না। পুলিশ বিষয়টি জানার চেষ্টা করছে।