ডেস্ক রিপোর্ট:: ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকেদের সংঘর্ষ ও গুলিতে ১ সমর্থক নিহত হয়েছেন বলে জানা গেছে।
শর্ষিভূষণ থানা ওসি লতিকুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মনির। তিনি একই এলাকার বাসিন্দা।
ওসি লতিকুল ইসলাম জানান, “কেন্দ্রের বাইরে ভোট চাওয়া নিয়ে দুই মেম্বারপ্রার্থী ইয়াসিন মাঝি ও ইউসুফ সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি ছররা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মনিরের মৃত্যু হয়।”
এ বিষয় চরফ্যাশন উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সুভন বসাক জানান, “গুলিবিদ্ধ মনিরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।”