ভারত থেকে তামাবিল সীমান্তে সিলেট অনুপ্রবেশকালে নাইজেরিয়ান নাগরিক আটক – News Portal 24
ঢাকাTuesday , ২৯ জুন ২০২১

ভারত থেকে তামাবিল সীমান্তে সিলেট অনুপ্রবেশকালে নাইজেরিয়ান নাগরিক আটক

নিউজ পোর্টাল ২৪
জুন ২৯, ২০২১ ৯:০৬ পূর্বাহ্ন
Link Copied!

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট প্রতিনিধি, সিলেট:: ভারত থেকে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার সময় সিলেটের তামাবিল স্থলবন্দরের পিছন দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, আটক নাইজেরিয়ান নাগরিকের নাম ওনিবুকুউউউ স্ট্যালি ইজিডাব্লু (ONYEBUCHUKWU STANLEY EGWU)। বয়স ৩১ বছর এবং তার পাসপোর্ট নাম্বার A10342855।

সিলেট ৪৮ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মো. সুরুজ মিয়ার নেতৃত্বে একদল বিজিবি তামাবিল স্থলবন্দরের পিছনে অবস্থান নেয়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে ওই নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তবে সতর্ক বিজিবি জোয়ানরা তাকে ধাওয়া করে আটক করে ফেলেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার নবাগত ওসি পরিমল চন্দ্র দেব বলেন, রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা তামাবিল সীমান্তে ওই নাইজেরিয়ান নাগরিককে আটক করে রাত ১ টায় গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।

তিনি বলেন, আটক নাইজেরিয়ান নাগরিক এখনও আমাদের থানা হেফাজতে আছে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ধৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দ্বায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।