ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ নিম্নমানের ভারতীয় প্রসাধনী জব্দ – News Portal 24
ঢাকাMonday , ২৮ জুন ২০২১

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ নিম্নমানের ভারতীয় প্রসাধনী জব্দ

নিউজ পোর্টাল ২৪
জুন ২৮, ২০২১ ৯:১১ পূর্বাহ্ন
Link Copied!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন কোম্পানীর নিম্নমানের প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বিজিবির টহলরত সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সাড়ে ৭টার দিকে গোরকমন্ডল ক্যাম্পের টহলরত হাবিলদার মিরাজুল ইসলামের নের্তৃত্বে একদল বিজিবির সদস্য গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯২৯ এর সাব পিলার ১ এস থেকে বাংলাদেশের অভ্যান্তরে চরগোরকমন্ডল এলাকায় চোরাকারবারীকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় প্রসাধনীসহ একটি বাইসাইকেল ফেলে পালিয়ে যান ওই চোরকারবারী। প্রসাধনী ও বাইসাইকেল জব্দ করে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদুল-আলম জানান, জব্দকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী আনুমানিক মূল্য ২ লক্ষ ৭২ হাজার ৩৪০ টাকা।

আরও পড়ুনঃ  সিলেট মহানগরীর বালুচরে ওমান প্রবাসীর স্ত্রী খুন