ফুলবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে একশ’ ৫ ভূমিহীন পরিবার পাচ্ছেন ঘর - News Portal 24
ঢাকাSunday , ২০ জুন ২০২১

ফুলবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে একশ’ ৫ ভূমিহীন পরিবার পাচ্ছেন ঘর

নিউজ পোর্টাল ২৪
জুন ২০, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ন
Link Copied!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোববার (২০ জুন) সকাল ১১ টায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২য় পর্যায়ে ঘর পাচ্ছে ১শ’ ৫ ভূমিহীন পরিবার।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর  উপজেলা পরিষদ হলরুমে এসব সুবিধাভোগীদের মধ্যে দলিলপত্র প্রদান করে উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, ওসি রাজীব কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধীজন।

আরও পড়ুনঃ  রাস্তায় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, বাড়ি ফিরে স্বামীর আত্মহত্যা