স্টাফ রিপোর্টার, নবীন মাহমুদ:: ঝালকাঠির রাজাপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী রবিবার প্রধানমন্ত্রী কর্তৃক উপকারভোগী পরিবারের নিকট ২য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান উপস্থিত ছিলেন। ইউএনও জানান, ঘর নাই, জমি নাই ক্যাটাগরিতে ২য় পর্যায়ে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় এ উপজেলায় ৩৭ ব্যক্তিকে ঘর বরাদ্দ পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন কার্যক্রম বহুল প্রচারের লক্ষে রাজাপুর সাংবাদিক ক্লাবের সম্পাদক এনামুল হক, সিদ্দিক আকন, নবীন মাহমুদ ও মো. নাঈমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এ সম্মেলনে অংশ নেয়।