পোরশা সরকারি ক‌লে‌জে ষ্টাফ ও একা‌ডে‌মিক কাউ‌ন্সিল গ‌ঠিত – News Portal 24
ঢাকাSunday , ২৭ জুন ২০২১

পোরশা সরকারি ক‌লে‌জে ষ্টাফ ও একা‌ডে‌মিক কাউ‌ন্সিল গ‌ঠিত

নিউজ পোর্টাল ২৪
জুন ২৭, ২০২১ ১০:৪৩ পূর্বাহ্ন
Link Copied!

জুল‌ফিকার সম্রাট, রাজশাহী ব‌্যু‌রো প্রধান:: নওগাঁর পোরশা সরকারি কলে‌জের ষ্টাফ ও একা‌ডে‌মিক কাউ‌ন্সিল গ‌ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার ২৭ জুন সকাল ১০টায় পোরশা সরকারী ক‌লেজের টিচার্স কমন রুম অ‌ফি‌সে ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ জনাব মিজানুর রহমানের সভাপ‌তি‌ত্বে ক‌লে‌জের সকল শিক্ষকগ‌নের উপ‌স্হি‌তি‌তে সাধারন মি‌টং এ সর্বসম্ম‌তি‌তে ষ্টাফ কাউ‌ন্সিল গ‌ঠিত হ‌য়ে‌ছে।

সভাপ‌তি ম‌নো‌নীত হ‌য়ে‌ছেন- অধ‌্যক্ষ মিজানুর রহমান, সাধারন সম্পাদক সূ‌নিল চন্দ্র পাল, কোষাধ‌্যক্ষ আবু ই‌লিয়াস। একা‌ডে‌মিক কাউ‌ন্সি‌লের সভাপ‌তি হ‌লেন অধ‌্যক্ষ‌্য মিজানুর রহমান ও সদস‌্য স‌চিব আ‌জিজার রহমান।

অধ‌্যক্ষ মিজানুর রহমান স্বাস্হ‌্যবি‌ধি মে‌নে ক‌লে‌জের সকল কার্য প‌রিচা‌লিত হ‌বে ব‌লে জানান।

তি‌নি ব‌লেন  জাতীয় দিব‌সগু‌লো‌তে সকল শিক্ষকদের উপ‌স্থিত থে‌কে জাতীয় কর্মসূ‌চি যথাযথভা‌বে পালন কর‌তে হ‌বে, যথা‌নিয়‌মে অনলাই‌নে ক্লাস, এ‌্যসাইন‌মেন্ট,টিউট‌রিয়াল প‌রিচা‌লিত হ‌বে।

প‌রি‌শে‌ষে সকল শিক্ষ‌ক কর্মকর্তা ও কর্মচা‌রীদের সা‌র্বিক সুস্বাস্থ্যতা কামনা কর‌ে আ‌লোচনার সমা‌প্তি ঘোষনা করেন।