পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ক‌মি‌টি সভাপ‌তি ম‌নিরুল সাধারন সম্পাদক আসাদুজ্জামান – News Portal 24
ঢাকাSaturday , ২৬ জুন ২০২১

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ক‌মি‌টি সভাপ‌তি ম‌নিরুল সাধারন সম্পাদক আসাদুজ্জামান

নিউজ পোর্টাল ২৪
জুন ২৬, ২০২১ ৮:৪৭ অপরাহ্ন
Link Copied!

জুল‌ফিকার সম্রাট, নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম সভাপতি এবং ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে অ্যাসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২১ সালের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি মোহা. শফিকুল ইসলাম। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার বাইরের সকল ইউনিট প্রধানগণ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।