পরীমনিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলার আসামি নাসির গ্রেফতারে ঝালকাঠিতে চাঞ্চল্য সৃষ্টি – News Portal 24
ঢাকাMonday , ১৪ জুন ২০২১

পরীমনিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলার আসামি নাসির গ্রেফতারে ঝালকাঠিতে চাঞ্চল্য সৃষ্টি

নিউজ পোর্টাল ২৪
জুন ১৪, ২০২১ ৫:৪২ অপরাহ্ন
Link Copied!

স্টাফ রিপোর্টার:: চিত্র নায়িকা পরীমনিকে ধর্ষণ চেস্টা ও হত্যাচেস্টা মামলায় ঢাকায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদ ওরফে নাসির ইউ মাহমুদ এর বাড়ি ঝালকাঠিতে। ঝালকাঠি শহরের কলেজ মোড়ে তার পৈত্রিক বাড়ি হলেও তার বেড়ে ওঠা বরিশাল শহরে।

তিনি বর্তমানে জাতীয় পর্টির প্রেসিডিয়াম সদস্য। গতকাল তার গ্রেফতারের খবরে ঝালকাঠি শহরে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা দেয়।

জানা গেছে, তার বাবা মো. হারুন রশীদ পুলিশ বিভাগে চাকুরী করতেন। সাহকারী পুলিশ সুপার হিসেবে অনেক বছর আগে অবসরে যান। বরিশাল শহরের বগুড়া রোডে তাদের বসবাস ছিল। নাসির উদ্দিন মাহমুদের একজন চাচা বেলায়েত হোসেন ঝালকাঠি পৌরসভার দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন।

নাসির উদ্দিন মাহমুদ পটুয়াখালী জুবিলী স্কুল, বরিশাল জিলা স্কুল এবং বরিশাল বিএম কলেজের ছাত্র ছিলেন। ১৯৭৫/৭৬ সালে তিনি এসএসসি পাস করেন। ঝালকাঠি শহরের রোনালসে রোডের বিউটি মঞ্জিল নাসির উদ্দিন মাহমুদের শ্বশুরালয়।

তার শ্বশুরের নাম মরহুম আব্দুর রশিদ, তিনিও ঠিকাদার ছিলেন।

নাসির উদ্দিন মাহমুদ ব্যবসার প্রথম জীবনে ঝালকাঠি এবং বরিশাল শহরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারী করতেন। নব্বই দশকের শেষের দিকে তিনি ঢাকায় স্থায়ী হয়ে ব্যবসা শুরু করেন।