ডেস্ক রিপোর্ট:: নোয়াখালীর সদর ও সুবর্ণচরে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরের দিকে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে দুই শিশু ও বিকেল ৩টায় সদরের হরিণারায়ণপুরে আরও এক শিশু মারা যায়।
মৃতরা হলো- সুবর্ণচরের চরকাজী মোখলেছ গ্রামের হোরণের ছেলে আফছার (২),একই এলাকার আরমান হোসেন (৪) ও নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. নাজির উদ্দিনের ছেলে মো. নাহিদ (সাড়ে ৩)।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাব্বির আহমেদ জানান, ‘বেলা সাড়ে ১১টার দিকে শিশু আফসারকে স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই সে মারা যায়।অতিরিক্ত পানি পেটে প্রবেশে তার মৃত্যু হয়েছে।’
একই স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. দেব জ্যোতি জানান, ‘দুপুর ১২টার দিকে আরমান হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে তিনি শিশুটির বাবার নাম জানাতে পারেননি।’
অপরদিকে, নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার জানান, ‘পানিভর্তি অরক্ষিত একটি সেপটিক ট্যাংকে পড়ে মো. নাহিদ মারা যায়। বিকেল ৩টার দিকে তারা ওই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেন।’