নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান - News Portal 24
ঢাকাTuesday , ১৫ জুন ২০২১

নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান

নিউজ পোর্টাল ২৪
জুন ১৫, ২০২১ ৫:০৩ অপরাহ্ন
Link Copied!

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন তাঁর ব্যাক্তিগত মোবাইলে হামলার হুমকি পেয়ে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

১৫ই জুন (মঙ্গলবার) দুপুরে জিডির বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজীম উদ্দিন।

জিডির বর্ণনা দিয়ে তিনি জানান, সোমবার (১৪ই জুন) বিকাল ৪টা ৫৬ মিনিটে উপজেলা চেয়ারম্যানের মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি কল করে তাকে নোংরা, অশালীন, অশ্রাব্য ভাষায় গালি এবং মিথ্যা অপবাদ ও হুমকির অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে জিডির আবেদন করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, উপজেলা চেয়ারম্যানের বিষয়টি জিডিতে অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুনঃ  প্রবাসী কামালপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র প্রতিবন্ধীকে অটোরিক্সা বিতরণ