নলছিটিতে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা  – News Portal 24
ঢাকাWednesday , ২৩ জুন ২০২১

নলছিটিতে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা 

নিউজ পোর্টাল ২৪
জুন ২৩, ২০২১ ৭:০৭ অপরাহ্ন
Link Copied!

স্টাফ রিপোর্টার:: ঝালকাঠির নলছিটিতে হাফছা আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

নিহত কলেজ ছাত্রছাত্রী নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা শামিম হাওলাদারের মেয়ে।

বুধবার (২৩জুন) সে নিজ ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে তার মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর সে সবার অজান্তে নিজ ঘরের ভিতর ওড়না দিয়ে আড়ার সাথে গলায় ফাঁস দেয়।

পরিবারের সদস্যরা তার সাড়াশব্দ নাপেয়ে খোঁজা খুঁজির একপর্যায় গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেলে সেখান থেকে নামিয়ে তাকে বরিশাল শের-ই-মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ সহ গ্রেফতার ১