ঢাকাWednesday , ২৩ জুন ২০২১

দেশে ক্রমাগত বিধবা নারীর সংখ্যা বাড়ছে

নিউজ পোর্টাল ২৪
জুন ২৩, ২০২১ ১২:০২ অপরাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: দেশে ক্রমাগত বিধবা নারীর সংখ্যা বাড়ছে। দেশে বিধবা নারীর সংখ্যা ৫২ লাখ ৭৩ হাজার ৭০ জন। দেশে গত চার বছরে বিধবার হার বেড়েছে ০.৮ ভাগ। এর ফলে বর্তমানে মোট নারী জনগোষ্ঠীর ৯ দশমিক ৫ ভাগ বিধবা।

বুধবার (২৩ জুন) ‘আন্তর্জাতিক বিধবা দিবস’ উপলক্ষে বিবিএসের জরিপে এ তথ্য জানানো হয়েছে। ২০১০ সাল থেকে জাতিসংঘে চালু হয়েছে আন্তর্জাতিক বিধবা দিবস।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জরিপ, ২০১৯-এ বলছে, বয়সী নারীরাই বিধবা হচ্ছেন বেশি।

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের অনুসারে, ‘দেশে নারীর সংখ্যা ৮ কোটি ৭ লাখ। বিবিএস-এর ‘দি রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৯’ শীর্ষক এই জরিপ বলছে, এই নারীদের ৬৩ দশমিক ৮ ভাগ বিবাহিত। অর্থাৎ দেশে ৫ কোটি ৫৫ লাখ ৬ হাজার নারী বিবাহিত। যাদের ৯ দশমিক ৫ ভাগ বিধবা। যার সংখ্যা ৫২ লাখ ৭৩ হাজার ৭০ জন।’

এই জরিপ আরও বলছে, ‘দেশে বিধবা নারী ২০-২৪ বছরের মধ্যে ০.৪ ভাগ, ২৫-২৯ বছর বয়সী ০.৭ ভাগ, ৩০-৩৪ বছর বয়সী ১ দশমিক ৩ ভাগ, ৩৫-৩৯ বছর বয়সী বিধবা ৩ দশমিক ১ ভাগ, ৪০-৪৪ বছর বয়সী বিধবা নারী হার ৬ ভাগ। ৪৫-৪৯ এর মধ্যে ১০ দশমিক ৪ ভাগ, ৫০-৫৫ বছরের মধ্যে ১৯.১ ভাগ, ৫৫-৫৯ বছর বয়সী ২৭ দশমিক ৮ ভাগ, ৬০-৬৪ বছর বয়সী বিধবা নারী রয়েছেন ৪২ দশমিক ৪ ভাগ, ৬৫ বছরের তদুর্ধ্ব ৬৭ দশমিক ৫ ভাগ নারী বিধবা রয়েছেন।’

তবে দাম্পত্য জীবনে নারী-পুরুষের মধ্যে বিচ্ছেদও ঘটছে। ২০১৯ সালের জরিপেও তালাকপ্রাপ্ত বা বিয়ে বিচ্ছেদ হওয়া নারীর সংখ্যা মোট বিবাহিত নারীর ১ দশমিক ৩ ভাগ।

জরিপ বলছে, ‘২০-২৪ বছর বয়সের নারীদের মধ্যে তালাকপ্রাপ্ত বা বিয়ে বিচ্ছেদ হওয়ার সংখ্যা ১ দশমিক ৪ ভাগ।’

এটা ২৫-২৯ বয়সীদের ক্ষেত্র ১ দশমিক ৬ ভাগ, ৩০-৩৪ বয়সীদের ১ দশমিক ৬ ভাগ, ৩৫-৩৯ বয়সী ১ দশমিক ৮ ভাগ, ৪০-৪৪ বছর বয়সী ১ দশমিক ৯ ভাগ, ৪৫-৪৯ বয়সী ২ দশমিক ২ ভাগ, ৫০-৫৪ বছর বয়সী ২ দশমিক ৩ ভাগ, ৫৫-৫৯ বয়সী ২ দশমিক ০ ভাগ, ৬০-৬৪ বছর বয়সী ১ দশমিক ৭ ভাগ এবং ৬৫ তদুর্ধ্বো বয়সীদের মধ্যে ১ দশমিক ৬ ভাগ।

এ প্রেক্ষাপটে বুধবার (২৩ জুন) বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক বিধবা দিবস। দেশে দিবসটি জাতীয়ভাবে পালন হয় না। কারণ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দিবসটি পালনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেয়া হয়নি।

ফলে দেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কিংবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এ বিষয়ক কোনো কর্মসূচি নেই।

দ্য লোম্বা ফাউন্ডেশনের তথ্য বলছে, ‘বিশ্বে প্রায় ২৫ কোটি ৮০ লাখ বিধবা নারী রয়েছেন। এর সঙ্গে করোনা মহামারির কারণে আনুমানিক আরও ১ লাখের বেশি নারীকে বিধবা হতে হয়েছে।’ সূত্র: যুগান্তর