দিশারী সাংস্কৃতিক গাষ্ঠী ও দিশারী পাঠাগারের উদ্যােগে কাঁঠালবাড়ি গণহত্যা দিবস পালিত – News Portal 24
ঢাকাWednesday , ৯ জুন ২০২১

দিশারী সাংস্কৃতিক গাষ্ঠী ও দিশারী পাঠাগারের উদ্যােগে কাঁঠালবাড়ি গণহত্যা দিবস পালিত

নিউজ পোর্টাল ২৪
জুন ৯, ২০২১ ৩:৪৭ অপরাহ্ন
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:: বিভিন কর্মসূচির মধ্যে দিয়ে কুড়িগ্রামের কাঁঠালবাড়ী গণহত্যা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কালাে পতাকা উত্তােলন ও আলাচনা সভা।

এ উপলক্ষে দিশারী সাংস্তিকৃত গাষ্ঠী ও দিশারী পাঠাগারের উদ্যােগে বুধবার বিকালে দিশারী চত্বরে এক আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক আব্দুল খালেক ফারুকের সভাপতিত্বে আলােচনাসভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক নজরুল ইসলাম, স্থানীয় মুক্তিযাদ্ধা কমান্ডার আব্দুল আউয়াল, কাস্টমস কর্মকর্তা আসাদুল হক ফিরােজ, দিশারী সাংস্তিকৃতিক গােষ্ঠীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, নুর আলম লাল, তরুণ সাংবাদিক সাইমুম ইসলাম সাজু ও শফিকুল ইসলাম।

সভায় সরকারি উদ্যােগে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরী, দু:স্থ শহীদ পরিবারের পূণর্বাসন ও শহীদদের স্মরণ স্মতিস্তম্ভ নিমার্ণের দাবী জানানাে হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রাম শহর থেকে ৮ কি.মি. দুরে কাঁঠালবাড়ি বাজার ও আশপাশের ৬টি গ্রাম পাকবাহিনী দেশীয় দালালদের সহযাগিতায় নৃশংস হামলা চালিয়ে হত্যা করছিল ৩৫ জন নিরপরাধ বাঙালিকে। সেই সঙ্গে লুটপাট ও অগিসংযােগের মাধ্যমে ধবংসস্তূপ পরিণত করছিল এই সব গ্রামে।

আরও পড়ুনঃ  প্রবাসী কামালপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র প্রতিবন্ধীকে অটোরিক্সা বিতরণ