মো. আবির, স্টাফ রিপোর্টার (গলাচিপা) পটুয়াখালী:: গলাচিপা উপজেলা ৬নং ডাকুয়া ইউনিয়নে পূর্ব আটখালী গ্রামে মিনারা বেগম (৩৬) কে মারধরে করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে যায় নাসির খান নামে এক ব্যক্তি।
ঘটনা সূত্রে জানা যায়, ছাগল নিয়ে কথার কাটাকাটিতে এক পর্যায় নাসির খান মিনারাকে মারধর করে। এতে মিনারা অচেতন হয়ে রাস্তায় পরে থাকে। এসময় এলাকার লোকজন এসে দেখে মিনারা মাটিতে অচেতন অবস্থায় পরে আছে।
এলাকার লোকজন গলাচিপা থানা পুলিশকে জানায়, এবং গলাচিপা থেকে পুলিশ গিয়ে নাসির খানকে আটক করে থানায় নিয়ে যায় এবং মিনারা বেগম-কে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয় গলাচিপা থানার ওসি আর এম শওকত আনোয়ার ইসলাম গনমাধ্যমকে জানান তারা নাসির খান-কে আটক করেছে।