মো. আবির, স্টাফ রিপোর্টার (গলাচিপা) পটুয়াখালী:: গলাচিপায় ইউপি নির্বাচনের হেরে গিয়ে জয়ী প্রার্থী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে পাঁচ জন।
আহত চার জনকে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে আর এক জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায় যে, রতনদী তালতলী ইউনিয়নে ২ নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী আনোয়ার ডাক্তার নির্বাচনের হেরে গিয়ে তার নিদের্শে আলমাছ বাহিনী লোকজন দা, চাপাতি, লাঠি দিয়ে এ হামলা চালায়।
এতে আহত হন- জামাল খান, তাওহিদ খান, জুয়েল খান, সেরাজুল গাজী, এবং জহিরুল গাজী সহ আরও অনেকে।