মো. আবির, স্টাফ রিপোর্টার, গলাচিপা, পটুয়াখালী:: সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবা গ্রহীতাদেরকে স্বল্প ব্যয়, স্বল্প সময়ে ও সহজ সেবা দেওয়ার লক্ষ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য পটুয়াখালীর গলাচিপায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ এর আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (০৮ জুন) দুপুর ১২টায় উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস কক্ষে ভূমির মালিকদেরকে অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।
এছাড়া, ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি অ্যাপ্লিকেশন
প্লাটফর্ম তৈরী করা হয়েছে। এই প্লাটফর্মের মাধ্যমে
নাগরিকগণ ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন বলে জানিয়েছেন আলোচকরা।
উপজেলা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আলী আজগর, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবু জাফর মু. সালেহ্, জি এম মাহবুব আলম, মীর শহিদুল ইসলামসহ ভূমির মালিকগণ।