কোরবানির ঈদে বাড়ি যেতে নিরুৎসাহিত করছে স্বাস্থ্য অধিদফতর! – News Portal 24
ঢাকাMonday , ২১ জুন ২০২১

কোরবানির ঈদে বাড়ি যেতে নিরুৎসাহিত করছে স্বাস্থ্য অধিদফতর!

নিউজ পোর্টাল ২৪
জুন ২১, ২০২১ ৪:৪২ পূর্বাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী কোরবানির ঈদে মানুষকে বাড়ি যেতে নিরুৎসাহিত করছে “স্বাস্থ্য অধিদফতর”।

রোববার (২০ জুন) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, “ঘরমুখো মানুষকে নিরুৎসাহিত করছি। এটা গতবারও বলেছি আমরা। যার যার ঘরে থেকে ঈদ উদযাপন করতে হবে। কোরবানির পশুরহাটের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে।”

স্বাস্থ্যবিধি মানারও পরামর্শ দেওয়া হয়েছে। এর সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব হবে।