অনলাইন ডেস্ক:: কলকাতায় খোলা জায়গায় আর শৌচ করা যাবে না। খোলা জায়গায় শৌচ করলেই এখন থেকে গুনতে হবে ৫০০ টাকা জরিমানা।এর মাধ্যমে শৌচমুক্ত শহর হিসেবে কলকাতার নাম লেখানোরে প্রক্রিয়া শুরু করেছে রাজ্যটি।
এ বিষয়ে পুরসভার বস্তি বিভাগের দায়িত্বে থাকা প্রশাসক বোর্ডের সদস্য স্বপন সমাদ্দার জানিয়েছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই খোলা জায়গায় শৌচালয় বন্ধ করে দেয়া হবে। তার বদলে স্বাস্থ্যকর টয়লেট বাসানো হবে।’
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এবার থেকে শহরের খোলা জায়গায় শৌচ করলে ৫০০ টাকা জরিমানা হবে।’
ইতোমধ্যেই স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটারদের থেকে সেই তালিকা চেয়েছে পুরসভা। ওয়ার্ডের কোন কোন জায়গায় খোলা বাথরুমের সমস্যা রয়েছে এবং নতুন বাথরুম বানানো যেতে পারে তারও প্রস্তাব চাওয়া হয়েছে। তবে কোথাও জায়গা না মিললে জমি খুঁজে টয়লেট বানানো হবে বলে জানানো হয়েছে।
পাশাপাশি কেএমডিএ-র তৈরি যে শৌচালয়গুলোর অবস্থা খারাপ সেগুলোকে সংস্কার করা হবে। বিশেষ করে শহরের খালের ধারগুলোতে যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের জন্য পৃথক শৌচালয় তৈরি করা হবে। সূত্র: আজকাল