কঠোর লকডাউনে যা যা বন্ধ থাকবে – News Portal 24
ঢাকাFriday , ২৫ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও কৃষক
  7. ক্যাম্পাস
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. চট্টগ্রাম
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জানা-অজানা
  14. ধর্ম
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কঠোর লকডাউনে যা যা বন্ধ থাকবে

নিউজ পোর্টাল ২৪
জুন ২৫, ২০২১ ৪:১৩ অপরাহ্ন
Link Copied!

  • সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউনের সিদ্ধান্ত।
  • কঠোর লকডাউনের প্রজ্ঞাপন কাল : প্রধান তথ্য কর্মকর্তা।
  • জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ।
  • জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ।
  • জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না।
  • পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কঠোর লকডাউন চলবে।

করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে ২৮ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন জারি থাকবে।

এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে।

আজ শুক্রবার (২৫ জুন) প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার একথা জানান।

তিনি আরো জানান, “গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।”

কঠোরভাবে মানুষের চলাফেরা নিয়ন্ত্রণের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে এমন মন্তব্য করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার (২৫ জুন) গণমাধ্যমকে বলেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাতে বের হতে না হয় সেজন্য শ্রমজীবী মানুষদের সহযোগিতা করা হবে।

সরকারি ও বেসরকারি অফিস-আদালত বন্ধ রাখারও চিন্তাভাবনা আছে।

প্রতিমন্ত্রী বলেন, “করোনা সংক্রমণ ও মৃত্যু কমাতে ইতোমধ্যে ঢাকা থেকে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে সরকার। এখন আরও কঠোর বিধিনিষেধ জারি করা হবে, এটি দেশব্যাপী হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই প্রজ্ঞাপন জারি হবে। চেষ্টা করছি শনিবার (২৬ জুন) যাতে প্রজ্ঞাপন জারি সম্ভব হয়।”

আরও পড়ুনঃ  সিলেটে দুই তরুণীকে আবাসিক হোটেলে আটকে রেখে পালাক্রমে ‘ধর্ষণ’