অনলাইন ডেস্ক:: নিখোঁজের পর ফিরে এসে আদালতের নির্দেশে নিজ জিম্মায় জীবন-যাপনের অনুমতি পাওয়া ইসলামী স্কলার ও বক্তা আফছানুল আদনান ওরফে আবু ত্বহা-মুহাম্মদ আদনানের শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে তার পরিবার।
শনিবার (১৯ জুন) থেকে তিনি পারিবারিক আইসোলেশনে আছেন। তবে কোথায় আছেন সেটিও বলতে নারাজ তার পরিবার। সুস্থ হয়ে তিনি মিডিয়ার সাথে কথা বলবেন বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
আবু ত্ব-হার ভাগ্নে সিরাজুল ইসলাম জানিয়েছেন, ‘ত্ব-হার মধ্যে করোনার উপসর্গ রয়েছে। তিনি আইসোলেশনে থাকতে চাইছেন। এ জন্য তিনি সুস্থ হয়ে মিডিয়ার সামনে কথা বলবেন বলে আমাদের জানিয়েছেন।’
করোনা পরীক্ষার স্যাম্পল দেয়া হয়েছে কি-না জানতে চাইলে তার ভাগ্নে সিরাজুল ইসলাম জানান, ‘আপাতত স্যাম্পল দেয়ার চিন্তাভাবনা নেই। তিনি পারিবারিক আইসোলোশনে থাকবেন ১৪ দিন। এরপর পরিস্থিতি বুঝে স্যাম্পল দেয়ার সিদ্ধান্ত নেবে পরিবার।’
ত্ব-হার ভাগ্নে সিরাজ আরো জানান, ‘তার (ত্ব-হার) শরীরে জ্বর, গলা-গায়ে ব্যথা ও কাশি আছে।’ সূত্র: নয়া দিগন্ত