ঢাকাSaturday , ২৬ জুন ২০২১

আগামী সোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন

নিউজ পোর্টাল ২৪
জুন ২৬, ২০২১ ৫:১৪ অপরাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী সোমবার থেকে সীমিত ও বৃহস্পতিবার থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন জারি করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

আজ শনিবার (২৬ জুুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

তবে ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

জানা গেছে, “সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হলেও সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। মার্কেট, হোটেল রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এই সময়ে কিছু বিষয় খোলা থাকবে।আর ১লা জুলাই থেকে সাত দিনের সর্বাত্বক লকডাউন শুরু হবে।”

এর আগে শুক্রবার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে এই কঠোর লকডাউনের বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, “জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।”

আরও পড়ুনঃ  প্রবাসী কামালপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র প্রতিবন্ধীকে অটোরিক্সা বিতরণ