ঢাকাTuesday , ১১ মে ২০২১

১ মাস আগে হারিয়ে যাওয়া মানিব্যাগ প্রাপককে ফিরিয়ে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা জাকির

নিউজ পোর্টাল ২৪
মে ১১, ২০২১ ৯:৪২ পূর্বাহ্ন
Link Copied!

মারুফ সরকার, ঢাকা:: প্রায় ১ মাস আগে পাওয়া একটি মানিব্যাগ প্রাপককে ফিরিয়ে দিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামের মোঃ সোহেলের ভাতিজা মনসুরুলের হাতে এই মানিব্যাগ তুলে দেন। মানিব্যাগের ভিতর টাকা ছাড়া আরো অনেক কাগজ ছিলেন।

মানিব্যাগটি পেয়ে খুব খুশি হন সোহেল। তিনি জানান , আমি জানি না কোথায় আমার মানিব্যাগটি হারিয়ে গেছে। এখানে আমার খুব দরকারি কাগজ ছিলো। আমি এই মহান মানুষ জাকির ভাইকে ধন্যবাদ দিতে চাই। যার কারণে আমি আবার মানিব্যাগটি ফিরে পেলাম। তার মত মানুষ এখনকার দিনে পাওয়া মুশকিল। আমি তার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবো।

এ বিষয়ে জাকির হোসেন জানান , আমি এক মাস আগে গাজীপুর দিয়ে আসার পথে দেখতে পাই লোকটির পকেট থেকে মানিব্যাগটি পরে গেলো। আমি আমার ড্রাইভারকে বললাম গাড়ি দাঁড় করাতে। পরে মানিব্যাগটি নিলাম হাতে অনেক চেষ্টা করে তার মোটরসাইকেলটি ধরতে পারি নাই। অবশেষে আজ তার হাতে মানিব্যাগটি দিতে পেরে খুব ভালো লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে মানুষের বিপদে থাকতে পারি।