ওসমানীনগর প্রতিনিধি:: সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন এর উদ্যোগ বালাগঞ্জ ওসমানীনগরের বিভিন্ন হাটবাজারে বঞ্চিত পথশিশু ও ভাসমান ছিন্নমূল মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় ওসমানীনগরের তাজপুর কদমতলাস্থ সংস্থার অস্থায়ী কার্যালয় থেকে থেকে সেমাই ও চিনি বিতরণ শুরু হয়।
এরপর মোটর সাইকেল যোগে উপজেলার সিলেট ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার, তাজপুর বাজার, তাজপুর কদমতলা ও তাজপুর-বালাগঞ্জ সড়কের বোয়ালজুর বাজারে চলারপথে রাস্তায় অবস্থানরত অসহায় বঞ্চিত মানুষের হাতে ছোট ছোট সেমাই ও চিনির প্যাকেট তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, আপনজন এর সদস্য মোঃ মুহিব হাসান, মুহাম্মদ শাহ্জাহান, কবির আহমদ, জুবায়ের আহমদ, ক্ষুদে সদস্য হাফিজ আলী আহমদ ও মাহিদ হাসান।