সৌদিতে আগামীকাল ‘ঈদের চাঁদ’ দেখার নির্দেশনা – News Portal 24
ঢাকাMonday , ১০ মে ২০২১

সৌদিতে আগামীকাল ‘ঈদের চাঁদ’ দেখার নির্দেশনা

নিউজ পোর্টাল ২৪
মে ১০, ২০২১ ৯:৫২ পূর্বাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে ২৮ রমজান। আগামীকাল ২৯ রমজান। চান্দ্র মাস হিসেবে রমজান মাসও ২৯ দিন হওয়ার সম্ভাবনা রাখে। তাই সৌদিতে বসবাসরত সব মুসলিমকে ২৯ রমজানের সন্ধ্যাবেলা নতুন চাঁদ দেখার নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

সৌদি কোর্টের এক বিবৃতিতে আগামীকাল মঙ্গলবার (২৯ রমজান) সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে বলা হয়েছে। কেউ নতুন চাঁদ দেখলে তা সুপ্রিম কোর্টে জানানোর অনুরোধ করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, ‘কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখলে নিকটস্থ আদালতে জানাতে ও তার সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়। অথবা নিকটস্থ আদালতে পৌঁছাতে সহায়তার জন্য কোনো প্রতিষ্ঠনে জানাতে বলা হয়।’ সূত্র: সৌদি গেজেট

আরও পড়ুনঃ  আফ্রিকার ১৭টি দেশের ঋণ মওকুফ করবে চীন