স্টাফ রিপোর্টার:: সিলেট মহানগর আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় সেলিম আহমদ বলেন, এই করোনা মহামারীর মধ্যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর মানুষের মাঝে নিয়ে আসুক অনাবিল আনন্দ। আত্মত্যাগের মাধ্যমে মানুষের মাঝে গড়ে উঠুক সম্প্রীতি। দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
তিনি বলেন, বিত্তবান যারা আছেন বা যাদের সামর্থ্য আছে, তাদের প্রতি অনুরোধ এই দুঃসময়ে আপনারা দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর পাশে দাঁড়ান। তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।
তিনি আরো বলেন, আপনার সাহায্য হয়তো একটি পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবে। দেখবেন, তাদের হাসিমুখ আপনার হৃদয়-মনকেও পরিপূর্ণ করে তুলবে ঈদের আনন্দে। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কর্তব্য। আমরা যেন এই কর্তব্য ভুলে না যাই।
সেই সাথে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে চলার ও সচেতনতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।