নিজস্ব প্রতিবেদক:: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানালো বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাব। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ এ দাবি জানান।
বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে ৬ ঘন্টা আটকে রেখে নির্যাতন অপদস্ত করে পরবর্তীতে পুলিশে সোপর্দ করা হয়েছে। যা মুক্ত ও অবাধ তথ্যচর্চার অন্তরায়।
একজন স্বচ্ছ ও দক্ষ সাংবাদিকের সাথে এমন আচরণ সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বা যারা এ ন্যক্কারজনক ঘটনায় জড়িত তাদের শাস্তির আওতায় আনতে জোর দাবি জানান তাঁরা।
বিবৃতিদাতারা হলেন- অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম অফিক, সহ-সভাপতি আতাউর রহমান কাওছার, আমীর আলী, সাধারণ সম্পাদক দিপক লাল পুরকায়স্থ পলাশ, কোষাধ্যক্ষ সম্পাদক জাগির হোসেন জাকির, কার্যকরী সদস্য তারেক আহমদ, শাহজাহান গাজী, বিভাস চক্রবর্তী রনি, জাহেদ মিয়া প্রমুখ।